Radio D | জার্মান শিখুন | Deutsche Welle cover logo
RSS Feed Apple Podcasts Overcast Castro Pocket Casts
Bengali
Non-explicit
dw.com
15:00

We were unable to update this podcast for some time now. As a result, the information shown here might be outdated. If you are the owner of the podcast, you can validate that your RSS feed is available and correct.

It looks like this podcast has ended some time ago. This means that no new episodes have been added some time ago. If you're the host of this podcast, you can check whether your RSS file is reachable for podcast clients.

Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

by DW.COM | Deutsche Welle

পাউলা ও ফিলিপ জার্মানির রহস্যজনক ঘটনা অনুসন্ধান করছে। তাদের সঙ্গে জার্মানির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করুন এবং সেই সাথে জার্মান শিখুন! এই কোর্স বিশেষভাবে আপনার জার্মান ভাষা শুনে বোঝার ক্ষমতা বৃদ্ধি করবে।

Copyright: 2024 DW.COM, Deutsche Welle

Episodes

পাঠ ০৬ – রাজা লুডভিগ মারা যান কীভাবে?

15m · Published 21 Oct 09:11
নয়শোয়ানস্টাইন দুর্গে পাউলা আর ফিলিপের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির দেখা হয়৷ তার পরনে রাজা লুডভিগ-এর ওভারকোট৷ পাউলা আর ফিলিপ রাজা লুডভিগ-এর রহস্যজনক মৃত্যু নিয়ে অনুসন্ধান চালায়৷ রাজকীয় ওভারকোট পরা এক ভদ্রলোক পাউলা আর ফিলিপকে বিশ্বাস করাতে চান যে, তিনিই হলেন মৃত রাজা৷ কিন্তু রাজা লুডভিগ আদতে কীভাবে মারা যান? দুই সাংবাদিক – পাউলা আর ফিলিপ – একটি বেতার নাটকের মাধ্যমে স্টার্নব্যার্গ হ্রদের ধারে রাজা লুডভিগ-এর মৃত্যু নিয়ে প্রচলিত নানা তত্ত্ব তুলে ধরে৷ তিনি কি খুন হয়েছিলেন, নাকি আত্মহত্যা করেছিলেন? এই অপরিচিত, রহস্যময় ভদ্রলোকের সঙ্গে কথাবার্তার মাধ্যমে পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের কিভাবে সম্বোধন করতে হয় সেটা আমরা জানতে পারব৷ আপনি – Sie এবং তুমি – du -এর প্রয়োগ আপনাদের বুঝিয়ে বলা হবে৷ তাছাড়া শুনবেন sein ক্রিয়ার ধাতুরূপ৷

পাঠ ০৫ – রাজা লুডভিগ এখনও জীবিত

15m · Published 21 Oct 09:05
রেডিও ডি’তে পাউলা আর আইহান তাদের নতুন সহকর্মীকে স্বাগত জানাচ্ছে৷ ঠিক এই সময়েই কাজের দায়িত্ব এসে পড়ে৷ খবর এল, বাভারিয়ার প্রয়াত রাজা লুডভিগ নাকি এখনও জীবিত৷ বাভারিয়ায় গিয়ে সাংবাদিকদের এ ব্যাপারে অনুসন্ধান চালাতে হবে৷ ফিলিপের সঙ্গে তার নতুন সহকর্মী পাউলা আর আইহান-এর আলাপ হয়৷ পরিচয় হয় তার একটু ছিটগ্রস্তা জোসেফিনের সঙ্গেও৷ জোসেফিনে অফিস গোছগাছের কাজ করে৷ অফিসে এসে ফিলিপের নি:শ্বাস ফেলারও সময় হয়না৷ ফিলিপ আর পাউলার জন্য প্রথম কাজটা রাখা আছে৷ জনশ্রুতি যে, বাভারিয়ার কিংবদন্তিতুল্য রাজা দ্বিতীয় লুডভিগ নাকি এখনও জীবিত৷ ১৮৮৬ সালে রহস্যজনকভাবে তিনি মারা যান৷ বাভারিয়ার নয়শোয়ানস্টাইন দুর্গে পাউলা আর ফিলিপকে এ ব্যাপারে অনুসন্ধানের কাজে যেতে হয়৷ সেখানে এক অদ্ভুত লোকের সঙ্গে তাদের আলাপ হয়৷ রহস্যজনক ঘটনা থেকে অনেক প্রশ্নই উঠে আসে৷ আজকের কাহিনি থেকে আমরা প্রশ্নসূচক শব্দ আর উত্তরসূচক বাক্যগুলো খুঁটিয়ে দেখার সুযোগ পাব৷

পাঠ ০৪ – নতুন সহকর্মীর জন্য অপেক্ষা

15m · Published 21 Oct 08:57
রেডিও ডি’র সম্পাদনা বিভাগ ফিলিপ-এর জন্য অপেক্ষা করছে৷ ওর ভবিষ্যৎ সহকর্মী পাউলা আর আইহান এটা ওটা করে সময় কাটাচ্ছে৷ তবে ফিলিপ-এর আসার কোন চিহ্ন নেই৷ টেলিফোনেও যোগাযোগ করা যাচ্ছেনা৷ খারাপ আবহাওয়ার জন্য ফিলিপ-এর অনেক দেরি হল আসতে৷ পাউলাকে টেলিফোন করে সেকথা জানানোর চেষ্টা করে সে৷ কিন্তু যোগাযোগে ব্যর্থ হয়৷ পাউলা ও তার সহকর্মী আইহান অপেক্ষা করে করে শেষ পর্যন্ত অফিস থেকে চলে যায়৷ ফিলিপের মা অফিস ফোন করার পর বিভ্রান্তিটা যেন আরো বাড়ল৷ ফিলিপ দেরি হওয়ার জন্য দু:খ প্রকাশ করছে৷ শ্রোতাবন্ধুরা, এই পর্বে আপনারা দু:খ প্রকাশ করার নানা উপায় সম্পর্কে জানতে পারবেন৷

পাঠ ০৩ – বার্লিন যাত্রা

15m · Published 21 Oct 08:51
ফিলিপ বার্লিন যাচ্ছে৷ কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ায় যাত্রা সহজ হচ্ছেনা৷ এই ফাঁকে রেডিও ডি-র কয়েকজন কর্মী তাদের পরিচয় দিচ্ছে৷ ফিলিপ গাড়ি চালিয়ে মিউনিখ বিমানবন্দরে যাচ্ছে৷সেখান থেকে ও বার্লিনের প্লেন ধরবে৷ আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছিল যে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ ফলে বিমান বন্দরে পৌঁছতে যতটা সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় লাগল৷ এই পর্বে রেডিও ডি’র কর্মীরা, ফিলিপ ও তার মা বেশ ভাল করে নিজেদের পরিচয় দেবেন৷ পরিচয় দেয়ার বিভিন্ন ধরন থেকে বোঝা যাবে বন্ধুত্বপূর্ণভাবেঅথবা আনুষ্ঠানিকভাবে সম্ভাষণ জানানোর রীতিটাকীরকম৷

পাঠ ০২ – রেডিও ডি থেকে ফোন

15m · Published 21 Oct 08:40
ফিলিপের মনে এখনও শান্তি নেই৷ বিরক্তিকর পোকামাকড়ের পর এবার প্রতিবেশীদের বাড়ি থেকে আসা নানা আওয়াজে সে ততোধিক বিরক্ত৷ এমন সময় বার্লিন থেকে অপ্রত্যাশিত এক ফোন কল পেয়ে সে তড়িঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রেডিও ডি’র পথে৷ ফিলিপ গ্রামে যে-নিরিবিলি পরিবেশ আশা করেছিল, তা সত্যিই তার ভাগ্যে নেই৷ করাত দিয়ে কিছু কাটার তীব্র আওয়াজ আর এক আনাড়ি ট্রাম্পেট বাদক তার ধৈর্যচ্যুতি ঘটায়৷ ঠিক সেই সময় পাউলা’র ফোন আসে৷ পাউলা বার্লিনে রেডিও ডি’তে কাজ করে৷ ফিলিপ সঙ্গে সঙ্গে বার্লিনের পথে রওয়ানা হয়৷ ওর মা অবশ্য খুবই হতাশ হন৷ এখানেও অল্প কয়েকটি শব্দের সাহায্যেই বোঝা যাবে কী ঘটছে৷ বিশেষ করে বিদেশি শব্দাবলী এবং কন্ঠের স্বরভেদ ঘটনাগুলোকে সাজাতে এবং শুনে বোঝার ক্ষমতা তৈরি করতে সাহায্য করে৷

পাঠ ০১ – গ্রামে যাত্রা

15m · Published 21 Oct 08:34
ফিলিপ নামের এক তরুণ গাড়ি চালিয়ে গ্রামে যাচ্ছে৷ মা হানে‘র কাছে থেকে বিশ্রাম করতে চায় সে৷ কিন্তু খুব শিগগির সহজ সরল গ্রামীণ ছবির পাশাপাশি সে গ্রামের নেতিবাচক দিকগুলোর সঙ্গেও পরিচিত হয়৷ ‘নির্মল প্রকৃতি, কি সুন্দর’, গ্রামে মায়ের বাড়িতে এসেই বলে ওঠে ফিলিপ৷ ওখানে একটু বিশ্রাম করতে চায় সে৷ লক্ষ করে গরু আর বিড়াল ছাড়াও গ্রামে অন্যান্য জীবজন্তু আছে বইকি৷ বাগানে বসে নিশ্চিন্তে এক কাপ কফি খাওয়ায় বাধা পড়ে তার৷ এসেছিল শান্তিতে দিন কাটাবে বলে৷ কিন্তু বিরক্তিকর কিছু পোকামাকড় সে-শান্তি কেড়ে নেয়৷ যন্ত্রণাকর এক অভিজ্ঞতা হয় বেচারা ফিলিপ-এর৷ জার্মান শব্দভান্ডার যদি কারো সীমিত হয়, তাহলেও দৃশ্যগুলো বোঝা সম্ভব হবে৷ ফিলিপ কোথায় আছে তা আশপাশের আওয়াজ থেকে বোঝা যাবে৷ এই পর্বে আপনারা শিখবেন কীভাবে সম্ভাষণ জানাতে হয় আর কীভাবে বিদায় নিতে হয়৷

Radio D | জার্মান শিখুন | Deutsche Welle has 26 episodes in total of non- explicit content. Total playtime is 6:30:00. The language of the podcast is Bengali. This podcast has been added on November 27th 2022. It might contain more episodes than the ones shown here. It was last updated on February 8th, 2023 01:40.

More podcasts from DW.COM | Deutsche Welle

Every Podcast » Podcasts » Radio D | জার্মান শিখুন | Deutsche Welle